সার্কিট হাউসে শপথ নিলেন মিরসরাইয়ের ১৬ চেয়ারম্যান

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

শপথগ্রহণ করেন- করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনা মিয়া, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ওচমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, ইছাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল মোস্তফা, কাটাছরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম দিদার, মিঠানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, খইয়াছরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, মায়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমদ নিজামী, হাইতকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ এবং শাহেরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

আরও পড়ুন: নৌকা ডুবল লজ্জায়—৯ কেন্দ্রে ৬৭ ভোট পেল চেয়ারম্যান পদে, জিতল এমপির ‘পছন্দের প্রার্থী’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নবনির্বাচিত ইউপি সদস্যরা মিরসরাই অডিটরিয়ামে শপথগ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর মিরসরাইয়ের ইউপি নির্বাচনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা একক প্রার্থী হিসেবে বিজয়ী হন। বাকি ৩টি ইউনিয়নে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!