মিরসরাইয়ের তিন ইউনিয়নেও ১৩-র চিত্র

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে মিরসরাইয়ের ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সব প্রার্থী জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মিরসরাই সদর ৯ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে শামছুল আলম দিদার নৌকা প্রতীকে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রার্থী সাইফুল্লাহ (ঘোড়া) পান ৬২ ভোট।

খইয়াছড়া ১২ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে মাহফুজুল হক জুনু নৌকা প্রতীকে ১১ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ ইকবাল চোধুরী (ঘোড়া) পেয়েছেন ৭৯২ ভোট।

আরও পড়ুন : কেন ঘোড়ার লাগাম টানলেন—জানালেন মিরসরাইয়ের বিদ্রোহী প্রার্থী

ইছাখালী ৬ নম্বর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল মোস্তফা নৌকা প্রতীকে ৯ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা ভূঁইয়া (আনারস) পেয়েছেন ৩ হাজার ৩১৯ ভোট।

জানা গেছে, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ১৩ জন একক চেয়াররম্যান প্রার্থী বিনাভোটে নির্বাচিত হন। এই ১৩টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত সদস্য পদে এবং বাকি ৩টি ইউনিয়নে পূর্ণ প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মিরসরাই সদর ইউনিয়নে ইভিএম ও বাকি ১৫ ইউনিয়নে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪৮৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!