মিরসরাইয়ে অভিযানে ১টি বেহুন্দী জাল, দুটি চরঘেরা জাল, ১টি নেট জাল ও ১টি চিংড়ি পোনা জালসহ অবৈধ ১৫৫ মিটার জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সাহেরখালী ঘাটে বিশেষ কম্বিং অপারেশনে এসব জাল জব্দ করে মৎস্য বিভাগ। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
আরও পড়ুন : সাড়ে ১০ লাখ টাকার জাল পোড়ানোর পরও কী থামবে ইলিশ শিকার
জানা যায, জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার ৬৫০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অবৈধ জাল ব্যবহারের কারণে জাটকাসহ সামুদ্রিক ও উপকূলীয় বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা নষ্ট হয় এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এসব রক্ষায় আমাদের এই বিশেষ কম্বিং অপারেশশন। আজকের অভিযানে সাহেরখালী ঘাট এলাকা থেকে ১৫৫ মিটার বিভিন্ন জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এএ/আরবি