মিরসরাইয়ে মেলা শুরু ২০ ডিসেম্বর, লাভ পাবে দৃষ্টি প্রতিবন্ধীরা

মিরসরাইয়ে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। মেলায় ৬০টির বেশি স্টল থাকবে। মেলা থেকে আয় করা অর্থ ব্যয় করা হবে দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের অনুমতি ও পুলিশ সুপারের সম্মতিতে স্টেডিয়াম মাঠে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি।

আরও পড়ুন : প্রজন্ম মিরসরাইয়ের নতুন নির্বাহী পরিচালক সরওয়ার নিজামী

বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, মেলায় ৬০টির অধিক স্টল নির্মাণ করা হয়েছে। এখান থেকে আয়ের অর্থ দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হবে। মেলার সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। আশা করছি দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে সকলে এগিয়ে আসবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm