মিরসরাইয়ে মধ্যরাতের আগুনে পুড়ল ২৫ দোকান, ক্ষতি কোটি টাকা

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসাকিটের আগুনে প্রায় ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩ মে) রাত ১২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজারের প্রজেক্ট রোড়ের মুক্তিযুদ্ধ হোটেলের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন- জামশেদ আলমের ফার্নিচারের শোরুম ও কাঠের গোডাউন, বিমল টিম্বারের কাঠের দোকান, ওষুধের দোকান ও দুটি কুলিং কর্ণার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিস, সরোয়ার আলমের নকশার দোকানসহ প্রায় ২৫টি দোকান। তারা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটির অধিক ক্ষতি হয়েছে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছি। সময়মতো যদি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না আসতো তাহলে পুরো জোরারগঞ্জ বাজার পুড়ে ছাই হয়ে যেত।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আলোকিত চট্টগ্রামকে বলেন, আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।

আজিজ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm