মিরসরাইয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে আহরামুল্লাহ মাদবার বাড়ি টিম চ্যাম্পিয়ন

মিরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ডে-নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) জামায়াতে ইসলামী মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিনঘরিয়াটোলা শাখা এ টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন জামায়াতে ইসলামী মিরসরাই থানা যুব বিভাগের সাবেক সহসভাপতি আহমেদ রাকিব ও যুবনেতা রেজাউল করিম।

আরও পড়ুন : মিরসরাইয়ে মেলা শুরু ২০ ডিসেম্বর, লাভ পাবে দৃষ্টি প্রতিবন্ধীরা

এতে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতা তৌহিদুল ইসলাম মুসাফির মীর, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা নাসির, সভাপতি মো. শহিদ, সেক্রেটারি ডা. নুর উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা যুবদল নেতা মিল্লাত চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল নেতা আমজাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মো. মামুন, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইকরাম হোসেন, ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাবেদ ভুঁইয়া, সেক্রেটারি আরিফ হোসেন খোকা ও ফজলুল হক।

ফাইনাল খেলায় নানা ভাইর টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আহরামুল্লাহ মাদবার বাড়ি টিম।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm