চট্টগ্রামের মিরসরাইয়ে সম্পত্তির বিরোধের জেরে একটি পরিবারের বসতঘর ভেঙে দেওয়া হয়েছে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চরারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চরারকুল এলাকার মুকুল মিস্ত্রি বাড়ির আরিফুল ইসলামের পরিবারেে সঙ্গে একই বাড়ির হেলালের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জমির মীমাংসা করার জন্য একাধিকবার বৈঠক হলেও সমঝোতা হয়নি। উভয়পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যান আরিফুল ইলামের পরিবারের একাধিক সদস্য। সর্বশেষ আজ দুপুরে হেলালের নেতৃত্বে বহিরাগত ১০ থেকে ১২ জনের একটি দল দেশি অস্ত্র ও হাতুড়ি দিয়ে আরিফুল ইসলামের বসতঘর গুঁড়িয়ে দেয়। ঘরের প্রতিটি মালামাল উঠানে ছুড়ে ফেলে দেওয়া হয়।
আরও পড়ুন : মিরসরাইয়ে জামায়াত কার্যালয় ও সমর্থকের দোকানে বিএনপির তালা
ভুক্তভোগী পরিবারের সদস্য আরিফুল ইসলাম বলেন, আজ হেলাল-বেলাল ও তাদের ভাড়া করা সন্ত্রাসী কাওছারসহ ১০ থেকে ১২ জন আমাদের বসতঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। এসময় মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ৯ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এখন আমরা পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।
অভিযুক্ত হেলাল বলেন, ২০১৭ সাল থেকে তাদের কেনা জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও কাজ হয়নি। আইন-আদালত করেও সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে উচ্ছেদ করতে হয়েছে।
যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পক্রিয়া চলমান রয়েছে।
এএ/আরবি