মিরসরাইয়ে কমিউনিটি মোবিলাইজারদের প্রকল্প অবহিতকরণ এবং কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পৌরসভার হলরুমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
শুরুতেই স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী সাইফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক।
আরও পড়ুন : মিরসরাইয়ে হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা—ওষুধ
কমিউনিটি মোবিলাইজারদের ভূমিকা ও দায়িত্ব এবং কাজের ধরণ উপস্থাপন করেন ইপসার প্রকল্প সমন্বয়কারী অরুণ দর্শী চাকমা। প্রকল্পের লক্ষ্য উপস্থাপন করেন সেইভ দ্য চিলড্রেনের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প কর্মকর্তা মো. আমিনুর রহমান।
জানা যায়, জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠানের জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্প শীর্ষক প্রকল্পটি সেইভ দ্য চিলড্রেনের কারিগরী সহযোগিতা এবং জিসিএ’র (গ্লোবাল সেন্টার অ্যাডাপ্টেশন) অর্থায়নে স্থানীয় উন্নমূলক প্রতিষ্ঠান ইপসার অধীনে লাকসাম, ফেনী এবং মিরসরাই পৌরসভা এলাকায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ৫০ জন কমিউনিটি মোবিলাইজার নিয়োগ করা হয়েছে। তারা দুটি ব্যাচের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে অংশ নেন।
এএ/আরবি