মিরসরাইয়ে একই দিনে পুলিশের জালে ৫ আসামি

মিরসরাইয়ে একই দিনে পুলিশের জালে ধরা পড়েছে ৫ আসামি।

বুধবার (৮ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলো— ট্রান্সফরমারের মালামালসহ চুরির আসামি উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালামিয়া হাজী বাড়ির ছোকধনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশাহ (২৮), ইয়াবাসহ মাদক কারবারি মিরসরাই সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মোটবাড়িয়া এলাকার আহসান উল্লাহ মাঝি বাড়ির শহিদুল হকের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৮), দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ারা বেগম, যৌতুকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি তাজুল ইসলাম ও মো. শাকিল

 

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আরমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও ট্রান্সফরমার চুরির মালামালসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm