মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নওরিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নজু ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নুসরাত একই বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে। সে ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
আরও পড়ুন: মোখার ভয়ে পাড়তে গিয়েছিল আম, হাতি কেড়ে নিল প্রাণ
এদিকে এদিন বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
নওরিনের চাচা নাছির উদ্দিন বলেন, নওরিন আজ দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পাশের বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়। এসময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। আমার ভাইয়ের তিন সন্তানের মধ্যে নওরিন বড়।
যোগাযোগ করা হলে সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক।
এএ/আরবি