মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের এনডি কারখানা থেকে চুরি হওয়া মালামালসহ জড়িত দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটকরা হলেন— ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে মো. সাইফ চৌধুরী (২২) এবং জহির উদ্দিন ভূঁইয়া বাড়ির জেবল হকের ছেলে মো. জিসান (২০)।
আরও পড়ুন : মিরসরাইয়ে উদ্ধারের পর আগুনে পুড়ল ৯ লাখ টাকার জাল
এর আগে গত ২৩ জানুয়ারি এনডি কারখানায় চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা দুজনকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটকদের কাছ থেকে চুরির একটি বৈদ্যুতিক মোটর উদ্ধার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার আলোকিত চট্টগ্রামকে বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার চুরির মালামালসহ দুজনকে আটক করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
এএ/আরবি