মিরসরাইয়ের দুর্গম পাহাড়ে হারিয়ে যাওয়া ৬ পর্যটক উদ্ধার

মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনার দুর্গম পাহাড়ের ভেতর পথ হারিয়ে ফেলা ৬ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পাহাড়ের ভেতর ২ ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন- ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০) ও মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অণিক (১৮)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে খৈয়াছড়া ঝরনার দুর্গম পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ জন পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

আজিজ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm