মিতু হত্যা: হুমকিতে শঙ্কিত সেই মুছার স্ত্রী

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় সাক্ষ্য দিয়েছেন পান্না আক্তার। তিনি মিতু হত্যার অন্যতম আসামি কামরুল ইসলাম সিকদার ওরফে মুছার স্ত্রী।

সোমবার (৩১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দেয়ার পর মঙ্গলবার (১ জুন) দুপুরে রাঙ্গুনিয়ায় থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন পান্না আক্তার।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, ‘ মিতু হত্যাকাণ্ডের পর অজ্ঞাতনামা ব্যক্তিরা পান্না আক্তারকে বিভিন্ন নম্বর থেকে কল করে হুমকি দেন। তখন তিনি ওই নম্বরগুলো সংরক্ষণ করতে পারেননি। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার একদিন পর তিনি ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে আজ (মঙ্গলবার) রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন নগরের জিইসির মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন মামলার ২ নম্বর আসামি কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা।

মতিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!