মিতু হত্যা—সেই ‘এসপি’ বাবুল আক্তারের আবারও জামিন মেলেনি
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন আবারও না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ আগস্ট) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে জামিন আবেদন নাকচ করা হয়।
আরও পড়ুন: মিতু হত্যায় সাবেক এসপি বাবুলের জড়িত থাকার প্রমাণ যেভাবে পেল পিবিআই
এর আগে গত ১০ আগস্ট ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন আবেদন নাকচ করেছিল।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনের জন্য মহানগর দায়রা আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে না মঞ্জুর করেছেন। জামিনের জন্য পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আলোকিত চট্টগ্রাম