মিতু হত্যা মামলা—আইনজীবীর আবেদনে বদলে গেল তদন্ত কর্মকর্তা

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্তভার এবার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মহিউদ্দিন সেলিমকে।

সোমবার (২২ নভেম্বর) তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব বুঝে নেন তিনি।

এর আগে মামলা তদন্তের দায়িত্বে ছিলেন পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা।

আরও পড়ুন : মিতু হত্যায় এসপি বাবুলের নারাজি আবেদনের শুনানী শেষ—আদেশ ৩ নভেম্বর

গত ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ সময় গুলির পাশাপাশি তাকে ছুরিকাঘাত করা হয়।

ওই সময় পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। পরে তিনি অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

শুরু থেকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করলেও ২০২০ সালের জানুয়ারিতে আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। ওই মামলা তদন্তে হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় পিবিআই।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!