মিতু হত্যা—জামিন পাননি বাবুল আক্তার
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক মজুমদার জানান, আজ জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগে গত ১৪ আগস্ট বাবুল আক্তারের জামিন আবেদন করেন আইনজীবী। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
আরও পড়ুন : মিতু খুন—পিবিআইয়ের ২০৮৪ পৃষ্ঠার চার্জশিটে ‘এসপি’ বাবুল আক্তারই প্রধান আসামি
এ বিষয়ে বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন বলেন, বাবুলের পক্ষে আমরা জামিনের যুক্তি তুলে ধরেছিলাম। তবে আদালত বিষয়গুলো আমলে নেননি। তিনি সংক্ষিপ্ত শুনানিতে জামিন আবেদন বাতিল করেন। তবে উচ্চ আদালতে জামিন আবেদন চাইবেন বলে জানান তিনি।
তিনি বলেন, বাবুল তিন বছর তিন মাস কারাবন্দী আছেন। আইনে রয়েছে একজন আসামি দুবছরের অধিক সময় কারাবন্দী থাকলে এবং তিনি যদি পালাবার বা সাক্ষীদের প্রভাবিত করার অবস্থানে না থাকেন তবে তাকে জামিন দেওয়া যেতে পারে। আইনে আরও রয়েছে, এক বছরের মধ্যে যদি বিচারিক প্রক্রিয়া শেষ না হয় তবে তিনি জামিন পেতে পারেন। এসব বিষয় আদালতের নজরে আনার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, এ মামলায় ৯৭ জন সাক্ষীর মধ্যে ৫১ জন সাক্ষী দিয়েছেন। বিচারিক প্রক্রিয়া চলাকালীন এ জামিন দেওয়া যাবে না বলে উল্লেখ করেন আদালত। তবে উচ্চ আদলতে জামিন আবদেন করার প্রস্তুতি নিচ্ছি আমরা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।
আরএস/আরবি