মাস্ক না পরে ঘোরাফেরা করাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে পুলিশ। মাস্ক না পরায় অন্তত ১০ জনকে বের করে দেওয়া হয়েছে মার্কেট থেকে। আবার কয়েকজনকে শাস্তি হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে কড়া রোদে।
শনিবার (৮ মে) দুপুরে নগরের ডবলমুরিং থানার আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট ও লাকি প্লাজা এলাকায় পুলিশের অভিযানে এ শাস্তি দেওয়া হয়।
পুলিশ জানায়, মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় সতর্ক করে দেওয়া হয়েছে কয়েকটি দোকানকে। এছাড়া আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরায় কয়েকজন পথচারীকে আধঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয়।
আলোকিত চট্টগ্রাম