নৌকা নিয়ে মহামায়া লেক ঘুরলেন মালদ্বীপের হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ ই এমস শিরুজিমাথ সামির দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ভ্রমণ করেছেন।

বুধবার (১৩ অক্টোবর) সকালে ব্যক্তিগত সফরের অংশ হিসেবে ১৪ সদস্যের একটি দল নিয়ে তিনি মহামায়া লেক ভ্রমণ করেন।

মালদ্বীপের হাইকমিশনার সকাল সাড়ে ৯টায় মহামায়া ইকোপার্কে আসেন। এ সময় তাঁরা মহামায়া ইকোর্পাক ঘুরে দেখেন এবং নৌকা নিয়ে লেকে  ঘুরে বেড়ান। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে হাইকমিশনার ও তাঁর দল চট্টগ্রাম মহানগরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন: বাংলাদেশকে মালদ্বীপের ২ লাখ টিকা উপহার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ ই এমস শিরুজিমাথ সামির ব্যক্তিগত সফরে মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ভ্রমণ করেছেন। মহামায়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!