বোয়ালখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উৎপল চৌধুরী (৫০) নামে এক প্রধান শিক্ষক নিহত এবং জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন।
সোমবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কানুনগোপাড়া ডিসি সড়কের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ ভয়ঙ্কর ডেঙ্গু, একদিনেই মারা গেল ২ নারী
নিহত উৎপল চৌধুরী দক্ষিণ ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। তিনি একই উপজেলার পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের অবর্ণ চৌধুরী উকিল বাড়ির মৃত বাবুল চৌধুরীর ছেলে।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কান্তা অধিকারী বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হলে উৎপল চৌধুরীকে মৃত ঘোষণা করা হয়। আহত জাহানারা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।