বৌ মারা যাওয়ার ৩ ঘন্টা পর মারা গেলেন জামাই

লোহাগাড়ায় স্ত্রীর মৃত্যুর ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামী।

রোববার (১৬ অক্টোবর) লোহাগাড়া সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের দর্জি পাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী ছেনু আরা বেগম প্রকাশ গিন্নীর মা (৬০) বেলা ২টার দিকে নিজ বাড়িতে মারা যান। এরপর স্থানীয় মসজিদ থেকে মাইকে রাত ৮টায় জানাযা নামাজের সময়সূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বাড়িতে হঠাৎ পুলিশ দেখে মারা গেলেন আসামি!

এদিকে এদিন বিকেল ৫টার দিকে স্বামী হাবীবুর রহমান (৬৫) আসরের নামাজের পর বাড়িতে হঠাৎ অসুস্থ পড়েন। এরপর স্থানীয়রা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মিছবাহ উদ্দিন রাজিব জানান, ছেনু আরা বেগম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ (রোববার) বেলা ২টার দিকে তিনি মারা যান। এরপর স্বামী হাবিবুর রহমান বিকাল ৫টার দিকে মারা যান। তাদের নামাজে জানাযা রাত ১০ টায় দর্জিপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm