মারা গেলেন কাস্টম কর্মকর্তা বিমলেন্দু দত্ত

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সহকারী কমিশনার (অবসরপ্রাপ্ত) বিমলেন্দু দত্ত (৭৭) পরলোকগমন করেছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

আরও পড়ুন: বর্ষীয়ান রাজনীতিবিদ পটিয়ার শামসুল আলম মাস্টার মারা গেলেন হৃদরোগে

প্রয়াতের ছেলে পরাগ দত্ত মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিমলেন্দু দত্ত ডা. পাপড়ি মজুমদারের বাবা ও ডা. সুভাষ মজুমদারের শ্বশুর।

Yakub Group

উল্লেখ্য, ২০০৬ সালে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন অবস্থায় অবসরে যান এই সরকারি কর্মকর্তা।

আরএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!