মারা গেলেন আনোয়ারা থানার এসআই ইয়াউর

কিডনি রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের আনোয়ারা থানায় কর্মরত ইয়াউর রহমান (৪৬) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

আরও পড়ুন : হাসপাতালে কাতরাচ্ছে ১৮২, শত আহত ঘরে ফিরলেও—না ফেরার দেশে ৪৫

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে আনোয়ারা থানার পাশে ভাড়া বাসায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাছান বলেন, এসআই ইয়াউর রহমান দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি থানার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার নিজ বাড়ি নোয়াখালীতে তার লাশ দাফন করা হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি।

কেএস/এসআর

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!