মামার বাড়িতে ভাগনে খুন, কারণ অজানা

বাঁশখালীতে প্রবাসী মামার বাড়িতে খুন হয়েছে ভাগনে। তবে খুনের প্রকৃত কারণা জানা যায়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রামে ঘটনা ঘটে।

আজ (রোববার) দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের শরীরে ও গলায় রক্তের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : স্ত্রীকে জবাই করে খুন—রক্তাক্ত মা, ঘাতককে ধরতে সেনা-পুলিশের রুদ্ধশ্বাস ৫ ঘণ্টা

নিহত ভাগনে হলেন— মো. ফোরকান(২৫)। তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি কলেজে লেখাপড়া করতেন। মামার বাড়ি থেকে দুকিলোমিটার দূরে পশ্চিম বৈলগাঁও গ্রামের হাজিরপাড়ার ফজর আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে তিনি।

পুলিশ ও গ্রামবাসী জানায়, মামার বাড়িতে মামী, আরেকজন খালাতো ভাইসহ ফোরকান থাকতেন। মামা প্রবাসী।

তবে প্রতিবেশীদের ধারণা, এ খুনের পেছনে ঘনিষ্ঠ কারো যোগসাজশ থাকতে পারে। নিকটজনদের গতিবিধি ও আচরণ পর্যবেক্ষণ করলে প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে বলে মন্তব্য করেন তারা।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, খুনের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। প্রকৃত ঘটনা অনুসন্ধানে পুলিশের বিশেষ টিম কাজ করছে। খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm