রাস্তায় মালামাল রেখে মামলা খেল ২৫ ব্যবসায়ী

রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাসহ ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ মার্চ) সকালে নগরের সদরঘাট ও ফিরিঙ্গীবাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন: দোকানে পলিথিন রেখে মামলা খেল রিয়াজউদ্দিন বাজারের ৬ ব্যবসায়ী

চসিক জানায়, নগরের সদরঘাট থানার সদরঘাট ও ফিরিঙ্গীবাজার রোডে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাসহ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm