অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিক্রি করার অপরাধে সম্রাট বেকারিকে মামলাসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) নগরের বায়েজিদ বোস্তামি রোডের ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা আদায় করেন।
আরও পড়ুন: দুর্গন্ধ ছড়াচ্ছে ডেফোডিল ফুডে, কাঁধে উঠল জরিমানা
এছাড়া একই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তিকে মামলাসহ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
আরবি