মামলার পরও বেপরোয়া—কিশোর গ্যাংয়ের ৫ জন ধরা পড়ল অস্ত্রসহ

নগরের বায়েজিদ এলাকা থেকে দেশি অস্ত্রসহ ‘কিশোর গ্যাং’ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নোয়াখালীর সুধারাম থানার আটেশপুর এলাকার মৃত হাফিজ উল্লাহ ছেলে মো. পারভেজ (২৩), বায়েজিদ শেরশাহ কলোনি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ইয়াছিন সাম্মি (২৪), চট্টগ্রামের বাঁশখালী থানার প্রেমাশিয়া এলাকার মো. মহিউদ্দিনের ছেলে মো. আরিফুল মোস্তাফা (২২), বায়েজিদ শেরশাহ কলোনির মাহাবুব আলম রিপনের ছেলে রায়হানুল আলম শুভ (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং এলাকার মৃত আবু তাহেরের ছেলে হৃদয় ইসলাম রাজু (২৪)।

আরও পড়ুন : ‘ক্ষমতার দাপটে’ বেপরোয়া—দুদকের মামলার জালে ‘কাউন্সিলর মানিক’

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, অক্সিজেন এলাকায় কিশোর গ্যাং সদস্যরা সন্ত্রাসী কার্যকালাপ চালানোর জন্য অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ সময় দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আগেও মামলা হয়েছে বায়েজিদ থানায়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!