মামলায় হাজিরা দিতে গিয়ে যুবক লাশ

চকরিয়ায় বাসচাপায় মো. জিসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান পার্বত্য উপজেলা আলিকদমের আবাসিক এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে অটোরিকশার মুখোমুখি মাইক্রোবাস, যুবক লাশ

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে মোটরসাইকেল আরোহী জিসান বান্দরবান যাচ্ছিলেন। বান্দরবান আদালতে তার একটি মামলায় হাজিরার দিন ছিল। কিন্তু চকরিয়া নলবিলা এলাকায় কক্সবাজারগামী একটি বাস জিসানকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm