‘মানবতার ট্রাকে’ খাবার নিয়ে অসহায় মানুষের পাশে আ জ ম নাছির

করোনার এই ক্রান্তিকালে মানুষ একদিকে বিধ্বস্ত হয়ে পড়েছে, অন্যদিকে চলমান লকডাউনে কর্মহীন হয়ে লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই দুঃসময়ে বন্ধ হয়ে গেছে অনেকের পেশা। কিন্তু ক্ষুধার জঠর যন্ত্রণাতো আর বারণ মানে না। পেটের জ্বালায় জীবন বাঁচানোর তাগিদে মানুষ আজ দিশেহারা। অনেকের ঘরে ভাত নেই, কিন্তু বলতে পারছে না।

এমন দুঃসময়ে রান্না করা খাবার নিয়ে নগর ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ‘মানবতার ট্রাক’। তাঁর ব্যক্তিগত অর্থায়নে নগরের অভুক্ত মানুষের হাতে বিলিয়ে দেওয়া হচ্ছে এই খাবার।

২৫ জুলাই থেকে প্রতিদিন নগরের বিভিন্ন জায়গায় এই ‘মানবতার ট্রাক’ মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আমিন জুট মিল এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন।

কর্মসূচিতে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগ নেতা মো. ইসা, রায়হান ইউসুফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম, দামপাড়া মোড় এলাকায় খাবার বিতরণের মধ্যদিয়ে যাত্রা শুরু করে ‘মানবতার ট্রাক’।

২৬ জুলাই নগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড এবং ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড এলাকার বিভিন্ন পয়েন্টে খাবার বিতরণ করা হয়।

২৭ জুলাই গরীবুল্লাহ শাহ মাজার, জিইসি মোড়, চকবাজার বদনাশাহ মাজার, ওয়াসা মোড়ে খাবার বিতরণ করে মহানগর যুবলীগ।

২৮ জুলাই মহানগর ছাত্রলীগ ‘মানবতার ট্রাক’ নিয়ে কোতোয়ালী মোড়, নিউমার্কেট, দেওয়ান হাটসহ আশপাশের এলাকায় যায়।

২৯ জুলাই নগরের সিআরবি সাত রাস্তার মোড়, লালখানবাজার, কদমতলী এলাকায় খাবার বিতরণ করা হয়।

৩০ জুলাই খাবার বিতরণ করা হয় বহদ্দারহাট ও সিঅ্যান্ডবি মোড়।

৩১ জুলাই বিতরণ করা হয় পাঁচলাইশ ও অক্সিজেন মোড়।

১ আগস্ট এমএ আজিজ স্টেডিয়াম দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় খাবার বিতরণ করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!