বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আবদুল অদুদ চৌধুরী শুধু নিজ এলাকায় নয়, বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় আর্থিকভাবে এগিয়ে গেছেন। তার নীরব দানে গড়ে উঠা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দেশ, সমাজ ও মানবতার কল্যাণে ভূমিকা পালন করছে। তার এই মহৎ আর্দশকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে উদাত্ত আহ্বান জানান তিনি।
আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান উপজেলার ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৩০ নভেম্বর) এ আয়োজন করা হয়।
আরও পড়ুন : মানবতার সেবায় কাজ করে যাচ্ছে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম শিক্ষানুরাগী ফরিদুল আলম চৌধুরী।
বক্তব্য রাখেন ব্যবসায়ী এসএম জাহেদুল আলম ও উদযাপন পরিষদের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়।
আলোকিত চট্টগ্রাম