মাদক বিক্রি করতে এসে অস্ত্র—গুলি নিয়ে ধরা, সামা পালালেও জয়নাল পারেনি

পেকুয়ায় দেশীয় তৈরি অস্ত্রসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫

শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়ারা পূর্ব সরকারি ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে যায়।

আটক জয়নাল আবেদীন পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকার বাসিন্দা মৃত বদি আলমের ছেলে। পালিয়ে যাওয়া সহযোগী একই এলাকার আহম্মদ শফি প্রকাশ মনুর ছেলে আবু সামা (২৬)।

আরও পড়ুন: গোলাগুলি—পৌনে ৮ কেটি টাকার মাদক উদ্ধার, দুই ভিনদেশিসহ আটক ৪

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে পেকুয়া সদর ইউপির পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করার খবরে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে এ সময় কৌশলে আবু সামা নামের একজন পালিয়ে যায়। পরে জয়নালের দেহ ও তার বাড়িতে তল্লাশি করে ৮ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে জয়নালকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!