মাদক বাণিজ্যে স্বামী-,স্ত্রী, ৪ জনের কাছে ৪ হাজার ইয়াবা

চট্টগ্রামের আনোয়ারায় ৪ হাজার পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাতরী ইউনিয়নের টানেল সড়কের মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— কক্সবাজার উখিয়া ক্যাম্প-১২ এর রোহিঙ্গা আবদুল্লাহ শেখ (৩০), তাঁর স্ত্রী নুর হাবা (২৮), আনোয়ারা বেগম (৪০) ও রমজান বিবি (২২)।

আরও পড়ুন : চট্টগ্রামে সহস্র ইয়াবা নিয়ে যুবক ধরা খেল হোটেলের সামনে

অভিযান পরিচালনা করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মারজানা ইয়াসমিন বলেন, আটকদের তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ (৪ ফেব্রুয়ারি) আনোয়ারা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মনির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক ৪ জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জিইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm