মাদক—ছিনতাই রোধে পুলিশের ডিসিদের আরও তৎপরের নির্দেশ সিএমপি কমিশনারের

‘মাদক ও ছিনতাই রোধে আরো তৎপর হতে হবে। মামলা ও অভিযোগের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।’

সোমবার (৭ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মে মাসের মাসিক সভায় সকল জোনের ডিসিদের উদ্দেশ্যে একথা বলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সভায় নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে ধন্যবাদ জানান তিনি। এজন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে একসঙ্গে কাজ করার পরামর্শও দেন।

সিএমপি কমিশনারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর প্রমুখ।

সভায় এলপিআরে যাওয়া সহকারী পুলিশ কমিশনার রনজিত কুমার পালিতকে ফুলেল শুভেচ্ছা দিয়ে উপহার তুলে দেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এছাড়া করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!