মাদকাসক্তের কাণ্ড—চাঁদা না পেয়ে হত্যার হুমকি, অভিযোগ গেল ইউএনও’র কাছে

আনোয়ারায় চাঁদা না পেয়ে হত্যার হুমকি দিয়েছে এক মাদকাসক্ত। উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রতন শীল।

আরও পড়ুন: মাদকাসক্ত স্বামী কোপালেন স্ত্রী-শাশুড়িকে

ভুক্তভোগী রতন শীল বলেন, যতীন সরকার একজন মাদকসেবী। তিনি নিয়মিত মাদক সেবন করেন। আমাদের বাড়ির সড়কটি এলাকার সকলের সহযোগিতায় মেরামত করা হয়। কিন্তু এ সড়ক দিয়ে চলাচলে চাঁদা দাবি করে যতীন সরকার । চাঁদা না দেওয়ায় আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন যতীন। এ ঘটনায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন: নেশার ঘোরে—কুপিয়ে বাবাকে খুন করল ছেলে

যোগাযোগ করা হলে ইউএনও শেখ জোবায়ের আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, হত্যার হুমকির একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি থানায় পাঠানো হয়েছে।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আগামীকাল (রোববার) উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!