কক্সবাজারে রামুতে ‘বনদস্যুদের’ হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন- কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বনিক ও বাগান মালি অসিত পাল। গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ‘পুলিশের ওপর হামলা’ মসজিদের মাইকে ডেকে—লোক জড়ো করে
কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে একদল ভূমিদস্যু অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছে।
হামলার ঘটনায় রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।