নগরের পাথরঘাটা এলাকায় মাতাল ছেলের ধাক্কায় বালাম দাশ প্রকাশ বলরাম (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা সেবক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বলরামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঘুম থেকে ডাকায় বাবাকে খুন করল ছেলে
নিহতের ছেলে নয়ন দাশ (২৭) চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) হিসেবে কর্মরত। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, পাথরঘাটা সেবক কলোনিতে ছেলের মদপান করা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাতাল অবস্থায় ছেলে তার বাবাকে ধাক্কা দিলে সোফায় পড়ে বুকে ব্যথা পান তিনি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।