কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ছোটন বড়ুয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। নবম শ্রেণীর ছাত্র ছোটন ওই এলাকার তাছু বড়ুয়ার ছেলে।
জানা গেছে, দুপুর ১টার দিকে বাড়ির পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ছোটন। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ সৎকারের প্রক্রিয়া চলছে।
ডিসি