মাঠে গড়াল রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল লিগ

চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল লিগ মাঠে গড়াল শনিবার (২৮ আগস্ট)।

উদ্বোধনী খেলায় আলোর ঠিকানা ৩-০ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে শুভ সূচনা করেছে। বিজয়ী দলের খালেদ ইয়াসিন দুটি গোল করেন। অপর গোলটি করেন কায়সার।

বিকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এতে বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: দুই দশকের বন্ধন ছিন্ন—মেসি নেই বার্সেলোনায়!

সিডিএফএ’র সভাপতি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিডিএফএ’র সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস’র সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিডিএফএ এর কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, মনোরঞ্জন দে, সিডিএফএ নির্বাহী সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ ইসহাক, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, সাজিব বিকাশ টুটুল, প্রবীণ কুমার ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, রাশেদুর রহমান মিলন, রায়হান উদ্দিন রুবেল, সৈয়দ নূর নবী লিটন, আলী হাসান রাজু, আব্দুর রশিদ লোকমান, সুলতান মাহমুদ খান শাহিন, মো. জাফর ইকবালসহ অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও খেলোয়াড়রা।

রোববারের খেলা : দুপুর আড়াইটায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা) মুখোমুখি হবে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের এবং বিকাল ৪টায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব খেলবে কিষোয়ান স্পোর্টসের বিরুদ্ধে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!