আনোয়ারায় মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ৩৬ বস্তায় রাখা ৭২০ লিটার চোলাই মদ। এসময় শামিমা আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিনু মেম্বারের বাড়ির মুছার পরিত্যক্ত বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন : রাঙামাটি থেকে চোলাই মদ এনে বেচে গোয়ালপাড়ার যুবক
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে একটি পরিত্যক্ত বসতবাড়ির মাটির নিচ থেকে ৭২০ লিটার চোলাই মদসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
কাঞ্চন/আরবি