মাটির ঘরে চিরঘুমে আ জ ম নাছিরের মা—জানাজায় জনস্রোত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকালে নগরের জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে।

আরও পড়ুন: মা হারালেন আ জ ম নাছির

রত্নগর্ভা এই মহীয়সী নারীর জানাজা পড়িয়েছেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার।

জানাজায় অংশ নেন- তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, হুইপ শামসুল হক চৌধুরী, সাংসদ আশিকউল্লাহ রফিক, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম, সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এবং নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, পেশাজীবি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।

আরও পড়ুন: আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে মাহবুব উল আলম হানিফের শোক

এদিকে জানাজা শেষে আন্দরকিল্লা কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে সন্ধ্যায় মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, ফাতেমা জোহরা বেগম আজ ৩১ জানুয়ারি সকালে নগরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়ে, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!