মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সংগঠন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠন সভাপতি নুর মোহাম্মদ। উদ্বোধক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর।
সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপকমিটির আহ্বায়ক সাদেক মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ শামসু, সহসভাপতি দানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম, সহকোষাধ্যক্ষ সালাউদ্দিন জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর আলম, প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রহমান হাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম এবং নির্বাহী সদস্য হারুন-অর-রশিদ সিরাজুদ্দৌলা।
সংগঠনের সদস্য সচিব আফসার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সর্দার মন্জু মিয়া, মারুফ মির্জা, ব্লক সর্দার আব্দুল মোতালেব মুন্সি, মোহাম্মদ জহির মিয়া, শওকত আলী, মোহাম্মদ আবু রাসেল, জিয়াউদ্দিন মুন্না, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফারুক রহমান, মোহাম্মদ রেজাউল করিম, মাসুদ খাঁন, আবু রায়হান রবিন, আশরাফ হোসেন মুক্তার ও মোহাম্মদ আতিক।
আলোকিত চট্টগ্রাম

