মাজারে এসে লক্ষ্মীপুরের যুবক নিখোঁজ মিরসরাইয়ে

মিরসরাইয়ে চিকিৎসা নিতে আসা খুরশিদ আলম (১৯) নামে এক যুবক গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মায়ের সঙ্গে বিশ্বদরবারে আসেন খুরশিদ। সেখান থেকে ১৫ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন।

এদিকে ছেলে নিখোঁজের ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর মিরসরাই থানায় সাধারণ ডায়েরি (নম্বর-১২৬২) করেন তার মা খুরশিদা বেগম।

আরও পড়ুন: চান্দঁগাওয়ে পুকুরে ডুব দিয়ে আর উঠল না স্কুলছাত্র

নিখোঁজ খুরশিদ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমরা গ্রামের সর্দারবাড়ির মৃত মো. শহীদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।

মা খুরশিদা বেগম বলেন, বিশ্বদরবারে মানসিক রোগের চিকিৎসায় লক্ষ্মীপুর থেকে ছেলেকে নিয়ে আসি। আসার পর আমাকে ও ছেলেকে আলাদা রুমে রাখা হয়। চিকিৎসার জন্য সাতদিন দরবারে থাকতে বলা হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর আমার ছেলে সেখান থেকে নিখোঁজ হয়। এখনও তাকে খুঁজে পাইনি। দরবার কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন।

জানতে চাইলে বিশ্বদরবারের দায়িত্বে থাকা মো. মুন্সি আলোকিত চট্টগ্রামকে বলেন, এখানে প্রতিদিন অনেকেই আসেন। কিছুদিন আগে এক মহিলা তার ছেলেকে নিয়ে আসেন। ছেলে দরবার থেকে কোথায় চলে গেছে আমাদের জানা নেই।

আরও পড়ুন: নিখোঁজ না অপহরণ—রাউজানে একসঙ্গে দুই বোনের খোঁজ নেই

যোগাযোগ করা হলে মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজিব পোদ্দার আলোকিত চট্টগ্রামকে বলেন, বিশ্বদরবার থেকে ছেলে নিখোঁজের ঘটনায় খুরশিদা বেগম নামে একজন থানায় জিডি করেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!