মাকে খুন করে ছেলে গেল পুলিশের কাছে

কক্সবাজার মাকে কুপিয়ে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ারা বেগম মেরী (৫৫)। তিনি কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী। অভিযুক্ত ছেলে হোসাইন মো. আবিদ (২৮)।

আরও পড়ুন : চট্টগ্রামে মাকে খুন করতে গিয়ে ধরা পড়া ২ ছেলেকে যেতে হলো কারাগারে

কক্সবাজার সদর থানার এসআই সৌরভ আলোকিত চট্টগ্রামকে বলেন, আবিদ প্রায়সময় মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন। শনিবার রাতে মাকে নৃশংসভাবে খুন করেন তিনি। খুনের সময় আবিদ ও তার মা ঘরে ছিলেন। আবিদেন অসুস্থ বাবা চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন।

যোগাযোগ করা হলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এক ছেলে তার মাকে খুন করার পর থানায় এসে আত্মসমর্পণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm