মাওলানা খুনের পর ৭ বছর লুকিয়েও বাঁচতে পারল না খুনি, ধরল র‌্যাব

রাঙ্গুনিয়ার মাওলানা মাহবুবুর রহমান খুনের মামলার প্রধান আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (৫ জানুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজার এলাকা থেকে গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আজিজুল ইসলাম চৌধুরী (৪৬) রাঙ্গুনিয়া থানার ইসলামপুর এলাকার গোলাম আকবর চৌধুরীর ছেলে।

আরও পড়ুন: পিটিয়ে খুন : ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার প্রধান আসামি মোবারক

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৪ সালের নভেম্বর মাসে পূর্বশত্রুতার জেরে ইসলামপুর এলাকার মাওলানা মাহবুবুর রহমানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ঠাণ্ডাছড়ি গ্রামের পোস্ট অফিসের সামনে দিনদুপুরে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আজিজুলকে প্রধান আসামি করে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর আজিজুল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, রাঙ্গুনিয়ার মাওলানা মাহবুবুর রহমান হত্যা মামলার পর আজিজুল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে রাঙ্গুনিয়া রাণীরহাট বাজারে এলাকা অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিজুলকে আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!