মহেশখালীতে রাতের আঁধারে চিংড়ি ঘেরে সন্ত্রাসীদের হানা—ইজারাদারকে গুলি করে খুন

কক্সবাজারের মহেশখালীতে রাতের আঁধারে মনির আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটায় উপজেলার ষাইটমারার পূর্বে পাট্টাচরি নামের চিংড়ি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত মনির আহমেদ ওই ঘেরের পরিচালক ছিলেন।

আরও পড়ুন : মামার বাড়িতে ভাগনে খুন, কারণ অজানা

প্রত্যক্ষদর্শী শ্রমিক জাফর আলম বলেন, শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৫/৬ জনের একটি দুর্বৃত্তের দল চিংড়ি ঘেরে এসে গুলি শুরু করে। গুলির শব্দ শুনে বের হয়ে দেখি একদল দুর্বৃত্ত মাছ নিয়ে চলে যাচ্ছে। একপর্যায়ে মনির আহমদ মাথায় গুলিবিদ্ধ হয়।

নিহতের পরিবার জানায়, দুমাস ধরে মনির আহমদকে মুঠোফোনে এবং সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তাকে বাড়িতে ঢুকে যেকোনো সময় খুন করার কথাও বলা হয়েছিল।

নিহতের স্বজন রুহুল আমিন জানান, এটি পরিকল্পিত খুন। দু-এক কেজি মাছের জন্য দুর্বৃত্তরা মানুষকে এমন নির্মমভাবে খুন করবে ধারণার বাইরে ছিল। প্রজেক্ট নিয়ে একাধিক পক্ষের দ্বন্দ্ব আছে। তবে মনির আহমদ কোনো পক্ষের না। তিনি ওই প্রজেক্টের ইজারাদার ব্যবসায়ী। তাকে দ্বন্দ্বের বলি করে খুন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মাছের ঘেরে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের খবর পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ খুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm