বাঁশখালীতে মহানবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে (৫২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২টায় চাম্বল বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রবীর চৌধুরী বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল চৌধুরীপাড়ার প্রমোদ চৌধুরীর ছেলে।
আরও পড়ুন : মহানবীর মহান আদর্শ সবাইকে অনুসরণ করতে হবে
পুলিশ ও স্থানীয সূত্রে জানা গেছে, প্রবীর চৌধুরী চাম্বল বাংলাবাজার এলাকার একটি ফার্মেসির চেম্বারে দীর্ঘদিন পল্লী চিকিৎসা করে আসছিলেন। সেখানে মহানবীকে নিয়ে কটূক্তি করে কথা বলার অভিযোগে সোমবার রাতে তাকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ। এরপর চাম্বল বাংলাবাজারে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেয় প্রশাসন। এরপর অভিযুক্ত প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম বলেন, মহানবীকে নিয়ে কটূক্তিকারী প্রবীর চৌধুরীর সর্বোচ্চ আইনি শাস্তির জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, মহানবীকে নিয়ে কটূক্তিকারী প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর তাঁকে আদালতে পাঠানো হবে।
ইউবি/আলোকিত চট্টগ্রাম