‘মর্মান্তিক’౼শাটল ট্রেনের নিচে দুই পা রেখে যু্বককে নিয়ে যাওয়া হলো হাসপাতালে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক যুবকের। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চবির এক নম্বর রেল গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদিকে যুবকের দুই পা বিচ্ছিন্ন হলেও তিনি এখনও বেঁচে আছেন বলে জানান উদ্ধারকারী ফায়ার সার্ভিস টিম। আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: আবারও শাটল ট্রেনে লাশ, এবার দ্বিখণ্ডিত ১০ বছরের শিশু

যোগাযোগ করা হলে হাটহাজারী ফায়ার সাভির্স টিম লিডার ফজল আহমদ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আমাদের টিম গিয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। ট্রেনে কাটা পড়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে আফিয়া বেগম (৪৫) নামে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!