মরদেহটি ভাসছিল খালে

হাটহাজারীর লোহারপুল পুরালিয়া খাল থেকে ভাসমান অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) বিকালে গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়ন সংযোগস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এটির বয়স আনুমানিক ৩০ হবে বলে জানায় পুলিশ। তবে মরদেহটি গলে যাওয়ায় নারী নাকি পুরুষ তা শনাক্ত হয়নি।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে হালদা নদীর শাখা খাল লোহারপুল সংলগ্ন পুরালিয়া খালে একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইরফান উদ্দীন রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বলেন, গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়ন সংযোগস্থল পুরালিয়া খাল থেকে ভাসমান গলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে হয়েছে। ফলে পুরো চেহারা বিকৃত হয়ে গেছে। এছাড়া মরদেহটি গলে যাওয়ায় শরীরের বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গের কোনো অস্তিত্ব নেই।

এটি পুরুষ নাকি নারীর মরদেহ তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

মনসুর/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!