মন্দির এলাকায় ঘোরাঘুরি—ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালাল ৩ যুবক

মিরসরাইয়ে কালী মন্দির এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আনসার সদস্যরা ধাওয়া দিলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় তিন যুবক। এ সময় ঘটনাস্থল থেকে চার লিটার চোলাই মদ উদ্ধার করে দুর্গাপূজার দায়িত্বে থাকা আনসার সদস্যের টহল টিম

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার জোরারগঞ্জ কালী মন্দির এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। আনসার সদস্য ও জোরারগঞ্জ ইউনিয়ন টহল টিমের পিসি শামীম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহষ্পতিবার ভোর রাতে জোরারগঞ্জ কালি মন্দির থেকে একটু দূরে একটি মোটরসাইকেল করে তিন যুবক যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় আমরা তাদের পেছনে ধাওয়া করি।

আরও পড়ুন: বাঁশখালীতে বিজিবি, দুষ্কৃতিকারীদের খুঁজে বের করবে সরকার

কিছুদূর যাওয়ার পর তারা একটি নাম্বারবিহীন মোটরসাইকেল ও দুটি দুই লিটারের বোতলভর্তি চোলাই মদ রেখে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল ও মদ উদ্ধার করে জোরারগঞ্জ থানায় জমা দেওয়া হয়।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সারাদেশের ন্যায় মিরসরাইয়ের বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মন্দিরের পাশাপাশি সড়ক-মহাসড়কেও আনসার সদস্যরা টহল দিচ্ছে নিয়মিত।

আজিজ/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!