মধ্যরাতে হঠাৎ বৃষ্টি—পানিতে ডুবল চট্টগ্রাম

মধ্যরাতে হঠাৎ বৃষ্টিতে পানিতে ডুবেছে চট্টগ্রাম। নগরের দুই তৃতীয়াংশ এলাকা হাঁটু থেকে কোমর  পানিতে ডুবে গেছে। জলজটে অনেক সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

মধ্যরাতের বৃষ্টিতে নগরের ষোলশহর দুই নম্বর গেট, বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক মোড়, মুরাদপুর, অক্সিজেন, চান্দগাঁও, খতিবের হাট, বাকলিয়া, বাকলিয়া ডিসি রোড, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে সয়লাব হয়ে গেছে নগরের ফ্লাইওভারগুলোও।

আরও পড়ুন: তীব্র গরমে হঠাৎ বৃষ্টি—শিশু ওয়ার্ডে কাহিল অবস্থা

এদিকে জলজটে ফ্লাইওভার দিয়ে যাওয়া গাড়িগুলোতে ঢুকছে পানি। এ কারণে হঠাৎ বিকল হয়ে যায় কয়েকটি যানবাহন। আবার সড়কের উপর হাঁটুসমান পানির স্রোতে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

সরেজমিন নগরের অক্সিজেন মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের উপর হাঁটুসমান পানির স্রোত।  একই অবস্থা নগরের মুরাদপুরের। সবখানে পানিতে থৈ থৈ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : কখনো রোদ, কখনো বৃষ্টি

মধ্যরাতের বৃষ্টিতে নগরের মুরাদপুর মোড়ে আটকেপড়া রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আবদুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, হাটহাজারীর বাড়িতে যাওয়ার সময় হঠাৎ মুরাদপুরে বৃষ্টির কবলে পড়ি। অল্প বৃষ্টিতে সড়কে কোমরসমান পানি জমে যায়। এছাড়া রাতের বেলায় রাস্তায় চলাচলে বিপদ। বৃষ্টির পানিতে নালা, ফুটপাত ও রাস্তা একাকার হয়ে যায়। এতে দুর্ঘটনার শঙ্কা বাড়ে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm