মধ্যরাতে বজ্রপাত—ধানক্ষেত পাহারা দিতে গিয়ে চাচা-ভাতিজার মৃত্যু

বান্দরবানের লামায় ধানক্ষেত পাহারা দেওয়ার সময় মধ্যরাতের বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবার) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার ইসহাক আহমদের ছেলে এনামুল হক (৫২) এবং তার ভাতিজা নবী হোসেনের ছেলে শহীদুল ইসলাম (১৫)।

আরও পড়ুন: হঠাৎ বজ্রপাত—বাড়ির উঠোনে পড়ে ছিল কবিতার নিথর দেহ

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াবুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, হাতি থেকে ধানক্ষেত রক্ষায় চাচা-ভাতিজা গাছের উপর টং ঘরে থাকতেন। ঘটনার সময় তাদের পরিবারের অন্যান্য সদস্যরা লক্ষ্যারচরের বাড়িতে থাকলেও চাচা-ভাতিজা টং ঘরের উপর বসে পাহারা দিচ্ছিল। ওই সময় রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

উল্লেখ্য, বজ্রপাতে নিহত শহীদুল ইসলামের বাবা নবী হোসেন সাত বছর আগে একই এলাকায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মারা যান।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!